TadantaChitra.Com | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ হল ‘নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ প্রথম পর্ব

প্রকাশিত : মার্চ ১৫, ২০২২, ১৮:৫৪

শেষ হল ‘নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ প্রথম পর্ব

অনলাইন ডেস্কঃ করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলছে এসএস নুর মাল্টিমিডিয়া প্রেজেন্টস, নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার কার্যক্রম। প্রথমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ‘নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ এর পুরো ইভেন্ট এর দায়িত্বে থাকছেন “ইলিগ্যান্ট ক্রিয়েশন“। ইতিমধ্যে ‘নেক্সট ষ্টার বাংলাদেশ-২০২২’ এর প্রথম ধাপের অডিশন শেষ হয়েছে। রাজধানীর একটি নামীদামী হোটেলে এ অডিশন হয়।

চলতি মাসের ১৭ তারিখ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ অডিশন রাউন্ড। প্রথম ধাপে বিচারকদের ফলাফলে যারা ইয়েস কার্ড পেয়েছে তাদেরকে দ্বিতীয় ধাপের অডিশনে ডাকা হয়েছে।

কর্তৃপক্ষ জানান, করোনাভাইরাসের কারণে ঢাকার বাইরে গিয়ে অডিশন নেওয়া সম্ভব হয়নি। এজন্য ঢাকার একটি নামিদামী হোটেলে সরাসরি অডিশন ও অনলাইন অডিশনের মাধ্যমে প্রতিযোগী বাছাই করা হয়। প্রথম ধাপে অডিশন শেষে এখন ছেলে ১৭ জন এবং মেয়ে ১৫ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়েছেন।

প্রথম ধাপের অডিশনে বিচারক হিসেবে ছিলেন সনামধন্য ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, ফ্যাশন কোরিওগ্রাফার লিনা খান, ডান্স কোরিওগ্রাফার অপূর্ব চৌধুরী, মিস্টার বাংলাদেশ উইনার জুবায়ের খান, অ্যাডল্ফ খান, কে এম সাকিব ও ডান্স কোরিওগ্রাফার আদি অভি, আশফাক করিম, ড্রেস ডিজাইনার মোহাম্মদ জাহাঙ্গীর করিম, মেকওভার আনিকা খান, সিইও, ট্রিও ভিজুয়ালস ফটোগ্রাফি পার্টনার মোস্তফা তারেক হাদী।

জানা যায়, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্বে বিচারকদের তালিকায় থাকবে চমক। দেশের সনামধন্য ও নামীদামী বিচারক রাখা হবে।

এ প্রসঙ্গে এসএস নুর মাল্টিমিডিয়া বলেন, অনেক আগেই ‘নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ হওয়ার কথা ছিল কিন্তু দেশে করণা মহামারীর কারণে আমরা ঠিকঠাক ভাবে শুরু করতে পারিনি। তবে এবার আমরা শুরু করেছি। সব অনলাইনে প্রতিযোগিতা শুরু করেছি। সম্প্রতি প্রথম অডিশন রাউন্ড সম্পন্ন করেছি। তাদের দিয়ে বিভিন্ন ফটোশুট, ভিডিও শুটসহ বিভিন্ন ব্র্যান্ডের শুট করা হবে।’

‘নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ নিয়ে বুলবুল টুম্পা বলেন, ‘নতুনদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম করে দেবার জন্য আমি এসএস নুর মাল্টিমিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ নতুন মুখদের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম দেবার জন্যও একটা সাহস লাগে৷ তাই মিডিয়াতে কাজ করার আগে শেখানো বা উৎসাহ দেয়াটা অনেক বড় বিষয়। আমাদের সবার উচিত এই উদ্যোগটার সাথে থাকার এবং সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা দেবার।’

‘নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ নিয়ে লিনা খান বলেন, ‘মিডিয়াতে নতুন মডেল আসা এবং তাদের তৈরি করে নিয়ে আসা এটা খুবই ভালো একটি উদ্যোগ। তাই আমি ধন্যবাদ জানাতে চাই এস এস নুর মাল্টিমিডিয়া এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি এরকম সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেবার জন্য।’

এছাড়াও জনপ্রিয় ড্যান্স কোরিওগ্রাফার অপূর্ব চৌধুরী বলেন, ‘এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক সম্প্রসারিত হয়েছে। কিন্তু দেশে ভালো মডেলের সংখ্যা খুব কম। এক দিনে একাধিক শো পড়লে ভালোমানের মডেল খুঁজে পাই না। এ জন্যই চেষ্টা করছি, কিছু ছেলেমেয়েকে হাতে-কলমে শিখিয়ে তৈরি করতে। যাতে তারা নিজ যোগ্যতায় কাজ করতে পারে শোবিজে।’


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।