অনলাইন ডেস্ক: দেশব্যাপী নিত্যপণ্যের বাজার অস্থিতিশীলের মধ্যেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১২ টাকা ৪৭ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে।
আজ সোমবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিতরণ কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানিতে এ সুপারিশ করে বিইআরসি।
বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়। শুনানিতে প্রতি ঘনমিটারে গ্যাসের দাম ৩ টাকা ১১ পয়সা বাড়িয়ে ১২ টাকা ৪৭ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বিইআরসির কারিগরি কমিটি।
এ ছাড়া পেট্রোবাংলা গ্যাসের ঘনমিটার প্রতি ১৫ টাকা ৩০ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এর আগে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল জানিয়েছেন, প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণে গণশুনানি শুরু হয়েছে। গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রস্তাবনা চুলচেরা বিশ্লেষণের পরই আমরা সিদ্ধান্ত নেব। আমরা অমানবিক হব না।
আগামী চারদিন এই শুনানি চলবে বলে জানান তিনি।
‘কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ নৈপথ্যের নায়ক কে এই সিরাজ?’
নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ কয়েক বছর যাবৎ সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে......বিস্তারিত