অনলাইন ডেস্ক: বিয়ের আগেই বর-কনের চুক্তিপত্র, সেই অভিনব চুক্তিপত্রে লেখা রয়েছে দিনে অন্তত তিন বার ‘আই লাভ ইউ’ বলতে হবে। বিয়ের আগে এমন চুক্তির কথা কখনও কেউ শুনেছেন কি না বা এমন চুক্তি আগে কখনও কেউ করেছেন কি না তা নিয়ে সন্দেহ আছে। বিয়ের আগে হবু স্বামীর জন্য এমন একটি চুক্তিপত্র তৈরি করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক কনে ।
দিনে অন্তত তিন বার ‘আই লভ ইউ’ বলতে হবে। বিয়ের আগে হবু স্বামীর জন্য এমনই একটি চুক্তিপত্র তৈরি করে শোরগোল ফেলে দিয়েছেন এক কনে। স্বামী কী করতে পারবেন, কী পারবেন না চুক্তিপত্রে সে কথাও বলা হয়েছে। ‘makeup by bhumikasaj’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই যুবতী জোর গলায় জানিয়েছেন হবু বরকে কি কি করতে হবে। ভিডিওতে ঐ যুবতীর হাতে থাকা চুক্তিপত্রের শিরোনামে লেখা রয়েছে, ‘করন ও হারশুর মধ্যে প্রেমের চুক্তি’। বরের নাম করন, তার জন্যই এই চুক্তিপত্র বানিয়েছেন কনে হারশু। হারশু নিজেই জানিয়ে দেন চুক্তিপত্রে থাকা ৫টি শর্ত:
প্রতি রাতে স্ত্রীর সঙ্গে কারাওকে গাইতে হবে
দুজনের মিষ্টি মুহূর্তগুলো ইনস্টাগ্রামে শেয়ার করতে হবে এবং এক সঙ্গে দেখতে হবে ওয়েব সিরিজ
প্রতিদিন অন্তত তিন বার ‘আই লাভ ইউ’ বলতে হবে
স্ত্রীকে ছাড়া বোনলেস চিকেন খাওয়া চলবে না
কখনও মিথ্যা বলা যাবে না
এছাড়া ঐ যুবতী জানিয়েছে যে, বিয়ের পিঁড়িতে বসার আগে এই চুক্তিপত্রে তার বরকে স্বাক্ষর করতে হবে।
ঐ যুবতী সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। নেটিজেনরা অবাক ঐ যুবতীর এমন দাবি শুনে। কেউ চুক্তির পক্ষে, তো কেউ আবার বিপক্ষে মত দিয়েছেন।
‘বরিশালে মানবপাচারের অভিযোগে গ্রেফতার ২’
নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশালের গৌরনদীতে মানবপাচারের অভিযোগে আটজনের বিরুদ্ধে দায়ের করা......বিস্তারিত