স্পোর্টস ডেস্ক: মা, শাশুড়ি ও তিন সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই খবর জানার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল (বুধবার) সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ওয়ানডে সিরিজ শেষ করে আজ দেশের বিমান ধরবেন সাকিব।
এমিরেটসের একটি ফ্লাইটে তার বিমানের টিকিট কাটা হয়েছে, জানিয়েছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।
তৃতীয় ওয়ানডের পরের দু-এক দিনের মধ্যে বিমান টিকিট পাওয়া যাচ্ছিল না বলে একবার ওয়ানডে সিরিজ শেষ না করেই তার দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা জেগেছিল। পরে বিসিবি ২৪ মার্চ এমিরেটসের একটি ফ্লাইটে সাকিবের বিমান টিকিটের ব্যবস্থা করে। ওদিকে ঢাকায় অসুস্থ স্বজনদের শারীরিক অবস্থাও কিছুটা স্থিতিশীল থাকায় সাকিব সিদ্ধান্ত নেন ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফেরার। সে অনুযায়ী তার জন্য টিকিটের ব্যবস্থা করে বিসিবি। সাকিব সেই ফ্লাইটেই ঢাকা ফিরছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
দেশে ফিরে যাচ্ছেন বলে সাকিব ৩১ মার্চ থেকে ডারবানে শুরু প্রথম টেস্টে যে খেলছেন না, সেটি একরকম নিশ্চিত। আর পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্টের আগে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরবেন কিনা, সেটি নির্ভর করছে তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার ওপর। টেস্টে সাকিবের খেলার সিদ্ধান্তটা তাই তার ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি।
‘কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ নৈপথ্যের নায়ক কে এই সিরাজ?’
নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ কয়েক বছর যাবৎ সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে......বিস্তারিত