TadantaChitra.Com | logo

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনকে অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২২, ১১:০২

ইউক্রেনকে অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: মস্কো কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ওয়াশিংটনের কাছে একটি বার্তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।

রাশিয়া-২৪ টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আন্তোনোভ বলেন, ৮০০ মিলিয়ন ডলারের জন্য অস্ত্র ওয়াশিংটন থেকে কিয়েভকে সরবরাহ করা হবে। এটি একটি বিশাল সহায়তা, এটি কূটনৈতিক সমাধান খুঁজে পেতে, পরিস্থিতি সমাধানে অবদান ইউক্রেনকে ক্ষতি করবে।

তিনি জানান, আমরা পরিস্থিতির অগ্রহণযোগ্যতার ওপর জোর দিয়েছিলাম যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিয়ে ভর্তি করছে। আমরা এ অভ্যাস বন্ধের দাবি জানিয়েছি।

আন্তোনোভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি অস্ত্র বাড়াচ্ছে। তারা পরিস্থিতিকে আরও খারাপ করার চেষ্টা করছে।

এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছি যে, বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানো শুধু একটি বিপজ্জনক পদক্ষেপ নয়, এটি এমন একটি পদক্ষেপ যা এই অস্ত্রবহরগুলোকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটন মস্কোর সতর্কতাকে গুরুত্বের সঙ্গে নেয়নি। ফলে ইউক্রেনের বিষয়ে কোনো আলোচনা প্রক্রিয়ায় যাচ্ছে না রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

সূত্র: তাস নিউজ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।