TadantaChitra.Com | logo

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিচয় শনাক্ত লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির

প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২২, ০৪:০৫

পরিচয় শনাক্ত লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির

অনলাইন ডেস্ক: অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার সময়ে ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শতাধিক আটক ব্যক্তির মধ্যে ৪০০ জনকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার রাতে রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা এরই মধ্যে ৪০০ জনের সঙ্গে কথা বলেছি। তারা সবাই বাংলাদেশি। তাদের মধ্যে ২৪৪ জন স্বেচ্ছায় দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের নিবন্ধন করা হয়েছে। বাকি ১৫৬ জন দেশে ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ না করায় তাদের নিবন্ধন করা যায়নি।

তিনি আরো বলেন, আশা করছি, আগামী মাসের ১৫ তারিখ নাগাদ হয়তো তাদের দেশে ফেরত পাঠানো শুরু হতে পারে।

এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, লিবিয়ায় আটক পাঁচ শতাধিক ব্যক্তিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।