TadantaChitra.Com | logo

১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়া থেকে দেশে আসছে ১৩ হাজার টন ভোজ্যতেল

প্রকাশিত : মে ০৬, ২০২২, ০৯:১৮

ইন্দোনেশিয়া থেকে দেশে আসছে ১৩ হাজার টন ভোজ্যতেল

অনলাইন ডেস্ক: সঙ্কট মোকাবিলায় ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১৩ হাজার টন ভোজ্যতেল দেশে আসছে।

আজ শুক্রবার এমটি সুমাত্রা পাম নামে একটি জাহাজে করে এসব তেল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) রাতে বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

তিনি জানান, শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপের আমদানি করা ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে। কয়েকদিন আগে প্রায় দুই কোটি ২৯ লাখ লিটার তেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং বন্দর থেকে ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে ‘‘এমটি সুমাত্রা পাম’’। জাহাজটি আসার সাথে সাথে দ্রুত খালাসের ব্যবস্থা করবে বন্দর কর্তৃপক্ষ।

এর আগে, গত এপ্রিল মাসে সিটি গ্রুপ, সেনা কল্যাণ ভোজ্য তেল, বাংলাদেশ ভোজ্য তেল, বসুন্ধরা গ্রুপ ও টিকে গ্রুপ মিলে মোট এক লাখ ২০ হাজার টন ভোজ্যতেল আমদানি করেছে।

এছাড়া গত ২৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে দুই কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ‘‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে বিশ্ববাজারে সয়াবিনের দামে অস্থিরতা শুরু হয়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।