TadantaChitra.Com | logo

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল

প্রকাশিত : মে ০৯, ২০২২, ০৮:৫৮

৮ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল

অনলাইন ডেস্ক: দীর্ঘ আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার।

তিনি জানান, লাইন মেরামতকাজ শেষ করে উদ্ধারকারী ট্রেন লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন পৌঁছেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমবার ভোর ৫টায় দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন বুড়িচং রাজাপুর স্টেশন এলাকায় এলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ দুপুরে আবার চালু হয়।

সহকারী প্রকৌশলী জানান, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করেছে। বগিগুলো উল্টে লাইন বাঁকা হয়ে যায়। ফলে মেরামতে সময় লেগেছে। স্বাভাবিক হওয়ার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল রেলস্টেশন থেকে তূর্ণা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।