নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শেরে বাংলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ শহিদ মীরের বিরুদ্ধে সংগঠন পরিপন্থী আচরণের অভিযোগে সতর্ক নোটিশ দিয়েছেন বাগেরহাট জেলা ছাত্রদল।
গত ২৪ মে বাগেরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত সতর্ক নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শেরেবাংলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ শহিদ মীরের বিরুদ্ধে সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বহির্ভূত লেখা, অসৌজন্যমূলক মন্তব্য ও সংগঠন পরিপন্থী আচরণের অভিযোগে সর্তক করলেন বাগেরহাট জেলা ছাত্রদল।
জেলা নেতৃবৃন্দ বলেন, তার এহেন আচরণ থেকে বিরত না থাকলে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘ভোলায় নদী ভাঙ্গনে হুমকির মুখে এলাকাবাসী’
ফয়জুল বারী (রুবেল), ভোলা: ভোলা শহর রক্ষা বাঁধের সিসি ব্লক......বিস্তারিত