TadantaChitra.Com | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সমস্যা কোথায় কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বলতে পারবে: পাপন

প্রকাশিত : মে ২৭, ২০২২, ১৬:২৩

সমস্যা কোথায় কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বলতে পারবে: পাপন

ক্রীড়া প্রতিবেদকঃ মিরপুর টেস্টের দুই ইনিংসে তিনবার ব্যাটিং ধসে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৪ রানে হারিয়ে বসেছিল পাঁচ উইকেট। সেদিন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছিলেন, ব্যাটিংয়ের এই দশা সামনে বসে দেখলে হার্ট অ্যাটাকই করে ফেলতেন তিনি।

পাপনের এমন মন্তব্যের পর দ্বিতীয় ইনিংসে দুইটি ভিন্ন ধস দেখা গিয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে। শুরুতে মাত্র ২৩ রানে সাজঘরে ফেরেন প্রথম চার ব্যাটার। আর শেষ দিকে মাত্র ১৩ রানের ব্যবধানে পড়ে যায় পাঁচ উইকেট। যে কারণে ম্যাচ শেষ হয়েছে ১০ উইকেটের বড় পরাজয়ে।

এমন হারের পর দলের সমস্যা আসলে কোথায় তা নির্দিষ্ট করে বলতে পারলেন না বিসিবি সভাপতি। তিনি বরং এটি খোঁজার ভার রাখলেন দলের কোচিং স্টাফের কাঁধেই। তবে খালি চোখে নিজের মূল্যায়ন, বিশ্লেষণ জানাতেও ভোলেননি পাপন।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে পাপন বলেছেন, ‘আসলে সমস্যাটা কোথায় সেটা সবচেয়ে ভালো বলতে পারবে কোচিং স্টাফরা, প্লেয়াররা। টিম ম্যানেজম্যান্টকে যদি জিজ্ঞেস করেন; যারা ওদের সঙ্গে থাকে তারা বলতে। আমরা যারা বাইরে বসে খেলা দেখি, তাদের পক্ষে সমস্যাটা কোথায় বলাটা কঠিন।’

তিনি আরও যোগ করেন, ‘বোলিংয়ে দুর্বলতা ছিল এটাতে কোনো সন্দেহ নেই। প্রথম টেস্টে আমাদের সুযোগটা নেওয়া উচিত ছিল। ওরা কত সুন্দর, ডিসিপ্লিনড। ওদের এর চেয়ে ভালো পেস বোলার আছে। তাদের ছাড়াই কম অভিজ্ঞ দুজনের কাছে আমরা যেভাবে সবগুলো উইকেট দিয়ে এসেছি, এটা একটু আশ্চর্যের।’

পরাজয়ের পেছনে ব্যাটিং ধসের কথা উল্লেখ করে পাপন বলেছেন, ‘দুই ইনিংসে যদি ২৫ রানে পাঁচটা, তারপরে ২৩ রানে ৪টা উইকেট চলে যায় তখন তো ম্যাচটা হাতছাড়া হয়েই যায়। কতবার আর নিচের দিকে ও মাঝে যারা আছে আমাদের… মুশফিক-লিটন; ওরা করবে!’


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।