
নিজস্ব প্রতিবেদকঃ নানা বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সহকারী পরিচালক মাহবুবুল কবির নান্নুকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) থাকা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আঁতাত ও ক্ষমতার অপব্যবহার করে প্রাইস পোস্টিং ভাগিয়ে নেন প্রধান কার্যালয়ে। এছাড়া তিনি সাসপেন্ড থাকাবস্থায় সকল সভা ও কর্মশালায় অংশগ্রহণ করে তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি গ্রহণ করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি তার যোগ্যতার উর্দ্ধে গিয়ে নিয়ে নিছেন মন্ত্রণালয়ের স্থায়ী পাশ, এবং এর মাধ্যমে নিয়োগ বাণিজ্য ও বদলি বাণিজ্য করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
যদিও অফিস আদেশে স্পষ্ট লেখা আছে বরখাস্তকালীন সময়ে তিনি প্রোগ্রামিং শাখা বিআরডিবি সদর দপ্তর বিধি মোতাবেক খোরাকি ও ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও বাংলাদেশ গেজেট ২০১৮ সনের ১৫ নং আইনে স্পষ্ট উল্লেখ আছে যে, ফৌজদারি অপরাধের দায়ে কোন কর্মচারী কারাগারে শোপর্দ হওয়ার কারণে অনুপস্থিত থাকিলে তাহার বিরুদ্ধে মামলা সমাপ্তি না হওয়া পর্যন্ত (খোরাকি ভাতা ব্যতীত) অন্য কোন ভাতা পাইবেন না। কিন্তু মাহবুবুল কবির নান্নু অফিসের সকল সভা ও কর্মশালায় যোগদান করে নিচ্ছেন ভাতাও অন্যান্য সকল সুযোগ সুবিধা বলে অভিযোগ আছে।
গত ৩ জুলাই ২০২২ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এস এম মাসুদুর রহমান, পরিচালক প্রশাসন, এর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মাহবুবুল কবির নান্নুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১১( খ) ৩০ ধারার অভিযোগের কারণে গ্রেফতার হওয়ায় বিআরডিবির কর্মচারী চাকুরী বিধান মালায় ১৯৮৮ এর উপবিধান ৪৫(৫) মাহবুবুল কবির নান্নুকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। মাহবুবুল কবিরের বিবাহিতা স্ত্রী জিন্নাত জাহান তুলির দরখাস্তের পরিপ্রেক্ষিতে মাহবুবুল কবিরকে বরখাস্ত করেন।
কলাবাগান থানায় মাহবুবুল কবিরের স্ত্রী জিন্নাত জাহান তুলির করা মামলার এজাহার সূত্রে জানা যায়। তুলি ও মাহবুবুল কবিরের বিবাহের সময় স্বর্ণালংকার ও নগদ টাকা অন্যান্য মালামাল বাবদ ৮ লক্ষ টাকার সমপরিমাণ জিনিস পত্র প্রদান করেন। বিবাহের কিছুদিন পর মাহবুবুল কবিরের নারী লিপ্সা, দুশ্চরিত্র ও অর্থলোভীতা প্রকাশ পায়। এবং জিন্নাত জাহান তুলি এর বাধা প্রদান করলে তাকে মারধর করেন মাহবুবুল কবির। তারই পরিপেক্ষিতে।নারী শিশু নির্যাতন দমন আইনে মামলায় ২ মাস ১৪ দিন জেলও খেটেছেন মাহবুবুল কবির।
সকল ধরনের সভা ও কর্মশালায় ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অভিযোগের বিষয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) এসএম মাসুদুর রহমান বলেন- মাহবুবুল কবীর নান্নুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তিনি শুধু খোরাকি ভাতা ছাড়া অন্য কিছুই প্রাপ্য নন। তিনি কোন সভা কর্মশালায় যোগদান করিতে আইন অনুযায়ী তিনি পারেন না। এছাড়া সভা ও কর্মশালার বিষয় আমাদের হাতে যদি অফিসিয়াল কোন তথ্য আসে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। মাহবুবুল কবিরের ৫০ লক্ষ টাকা গৃহ ঋণ এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মাহবুবুল কবির নান্নুকে সাময়িক বরখাস্ত করার আগে ঋণ দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করণীয় নেই।
এসব বিষয়ে জানতে চাইলে মাহবুবুল কবির নান্নু উল্টো মামলা করার হুমকি দেন।
