TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন কমিশন ভবনে অগ্নিনিরাপত্তা মহড়া

প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২২, ১৪:১৫

নির্বাচন কমিশন ভবনে অগ্নিনিরাপত্তা মহড়া

রাজধানী ঢাকার আগারগাঁও-এ অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া উদ্বোধন করেন। এ সময় তিনি অগ্নিনির্বাপন ও উদ্ধার সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

সকাল ১০-০০টায় এই মহড়া কার্যক্রম শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনারগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ মহড়ায় উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মহড়া বাস্তবায়নে নেতৃত্ব দেন। ঢাকার সহকারী পরিচালক, জোন কমান্ডার, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং মোহাম্মদপুর ও নির্বাচন কমিশন ভবনের ভলান্টিয়ারগণ মহড়ায় অংশগ্রহণ করেন।
খবর – ফায়ার সার্ভিস মিডিয়া সেল।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।