
জেলা প্রতিনিধি গাজীপুরঃ আওয়ামিলীগ নেতাদের কার্যালয় নাকি শিক্ষা প্রতিষ্ঠান বোঝার কোন উপায় নেই। অথচ এটা হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন অবস্থিত কোনাবাড়ি ডিগ্রি কলেজ। বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে কলেজ গেট, মাঠ ও একাডেমিক ভবন ডেকে গেছে।
জানা গেছে, আগামী ১৫ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা আওয়ামিলীগের সম্মেলন। ওই সম্মেলনকে ঘিরে পদপ্রার্থীরা তাদের প্রচারণায় চালিয়ে যাচ্ছে। ওইসব প্রার্থীরা নিজেদের ও তাদের শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে কলেজ ও আশপাশের এলাকা ডেকে ফেলেছে। সরেজমিনে দেখা যায়, গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ ও দেওয়ালিয়াবাড়ি আ ক ম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের গেট, কলেজের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ছেয়ে ফেলেছে রাজনৈতিক নেতাদের ব্যানার ফেস্টুনে। দূর থেকে দেখে বুঝার উপায় নেই এটি একটি কলেজ। সভাপতি প্রার্থী আক্কাস আলী, আব্দুর রহমান মাস্টার, রাজীব চৌধুরী সহ-সভাপতি, আশিকুর রহমান জিয়া সাংগঠনিক সম্পাদক, গিয়াস উদ্দিন মোড়ল,সাদ্দাম হোসেন, মনিরুজ্জামান মনির, আব্বাস উদ্দিন খোকন সাধারণ সম্পাদক, আনোয়ার পারভেজসহ অনেক নেতাদের বড় বড় ফেস্টুন টাঙানো রয়েছে।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছে, দুদিন পর কলেজ খোলা। কিন্তু ব্যানার পোস্টার যেভাবে লাগানো হয়েছে তাতে ক্লাসরুমে প্রবেশ করাটাই কষ্টকর হয়ে যাবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এধরণের রাজনৈতিক পোস্টার লাগানো কতটা যৌক্তিক। এটি দেখতেও খারাপ লাগছে। আমরা চাই দ্রুত এসব ব্যানার ফেস্টুন অপসারণ করা হোক।
রাজনৈতিক নেতারা বলছে, কয়েকদিন পর সম্মেলন এজন্য ফেস্টুন লাগানো হয়েছে। সম্মেলনেকে ঘিরে সবাই যার যার প্রচরণায় ব্যস্ত সময় পার করছে। কলেজ ভবনে এভাবে রাজনৈতিক পোস্টার লাগানো কতটুকু যৌক্তিক এমন প্রশ্নে তারা কোন জবাব দেননি।
কোনাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন বলেন, ১৫ তারিখ তাদের সম্মেলন এজন্য তারা কলেজ ভবনে ব্যানার ফেস্টুন লাগিয়েছে। এটি ঠিক নয়, তবে আমাদের কিছু করার নেই। পরশু কলেজ খুলবে তখন একটু সমস্যা হবে।
