TadantaChitra.Com | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সহপাঠীদের দাবি ; আইনজীবী মিতুকে হত্যা করা হয়েছে

প্রকাশিত : নভেম্বর ২২, ২০২২, ১৭:৪৮

সহপাঠীদের দাবি ; আইনজীবী মিতুকে হত্যা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিতু ফকিরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার সহপাঠী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। একই সাথে হত্যাকারীর বিচারের দাবি করেন তাঁরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এমনটা দাবি করেন তারা।

মানববন্ধনে উপস্থিত মিতুর সহপাঠী ও আইনজীবীরা বলেন, ‘মিতু আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই মিতুর স্বামী তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করত। সবশেষ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।’

এ সময় মিতু হত্যার সঠিক তদন্ত চেয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান সহপাঠীরা।

মানববন্ধনে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ নভেম্বর) সাড়ে ৭টার দিকে রাজধানীর শ্যামপুরের করিমুল্লাবাগ ইস্টার্ন হাউজিংয়ে ভাড়া বাসায় নারী আইনজীবী মিতু ফকিরের রহস্যময় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী মিরাজ তালুকদারকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ।

মিতুর পরিবারের দাবি- তিন মাস আগে মিতু ও মিরাজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। মৃত্যুর দিন (শুক্রবার) বিকেলেও তাদের ঝগড়া হয়। ওই সময়ও তার স্বামী মিরাজ তাকে প্রচণ্ড মারধর করেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।