TadantaChitra.Com | logo

৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ফিরতে পেরে খুবই খুশি ” উপুল চণ্ডিকা হাথুরুসিংহা

প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৩, ২০:২৩

ফিরতে পেরে খুবই খুশি ” উপুল চণ্ডিকা হাথুরুসিংহা

শাহিদুল ইসলাম তন্ময় ; বাংলাদেশেরমানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি পুরনো দায়িত্বে ফিরেছে!, ঢাকায় পা রেখেই এমন মন্তব্য করেন বর্তমান হেডকোচ উপুল চণ্ডিকা হাথুরুসিংহা। দায়িত্ব পাওয়ার তিন সপ্তাহের মাথায় বাংলাদেশে এলেন চান্দিকা হাথুরুসিংহে।

নতুন মেয়াদে দুই বছরের জন্য বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ফিরতে পেরে খুবই খুশি তিনি । দ্বিতীয় দফায় হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শুরু হয়েছে চলতি মাসের প্রথম দিন থেকে। তবে জাতীয় দলের কার্যক্রম না থাকায় কিছুটা পরেই এলেন তিনি। সোমবার রাত সাড়ে ১০টার একটু পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হাথুরুসিংহে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হয়ে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাকে। পরে বিমানবন্দর ছাড়ার সময় গাড়ীতে বসেই ছোট্ট করে বলেন, “ফিরতে পেরে আমি খুবই খুশি…বাংলাদেশের মানুষদের সবসময়ই পছন্দ করি, এজন্যই আবার ফিরেছি। 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

আজাদ টাওয়ার ৪৭৬/সি-২, ডিআইটি রোড ৭ম তলা, মালিবাগ রেলগেইট, ঢাকা-১২১৯

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২ , ০১৯৩৪৩৪১৬১৮

মেইলঃ tadantachitra93@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।