শাহিদুল ইসলাম তন্ময় ; বাংলাদেশেরমানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি পুরনো দায়িত্বে ফিরেছে!, ঢাকায় পা রেখেই এমন মন্তব্য করেন বর্তমান হেডকোচ উপুল চণ্ডিকা হাথুরুসিংহা। দায়িত্ব পাওয়ার তিন সপ্তাহের মাথায় বাংলাদেশে এলেন চান্দিকা হাথুরুসিংহে।
নতুন মেয়াদে দুই বছরের জন্য বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ফিরতে পেরে খুবই খুশি তিনি । দ্বিতীয় দফায় হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শুরু হয়েছে চলতি মাসের প্রথম দিন থেকে। তবে জাতীয় দলের কার্যক্রম না থাকায় কিছুটা পরেই এলেন তিনি। সোমবার রাত সাড়ে ১০টার একটু পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হাথুরুসিংহে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হয়ে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাকে। পরে বিমানবন্দর ছাড়ার সময় গাড়ীতে বসেই ছোট্ট করে বলেন, “ফিরতে পেরে আমি খুবই খুশি…বাংলাদেশের মানুষদের সবসময়ই পছন্দ করি, এজন্যই আবার ফিরেছি।
‘ভোলায় নদী ভাঙ্গনে হুমকির মুখে এলাকাবাসী’
ফয়জুল বারী (রুবেল), ভোলা: ভোলা শহর রক্ষা বাঁধের সিসি ব্লক......বিস্তারিত