তাকি বিন মহসিন: ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ভেঙে ফেললেন লিটল মাস্টার শচীনের রেকর্ড। চলমান অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজের ২য় টেস্টের ২য় ইনিংসে ২০ রান করার সাথে সাথেই পেছনে ফেললেন একসময়ের তার এই সতীর্থকে। দিল্লি টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করে এ কীর্তি গড়েন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ডান হাতি ব্যাটসম্যান।
তাকে নিয়ে গত কয়েক বছরে যে প্রশ্নটি সবচেয়ে বেশি উঠেছে সেটা হলো কোহলি কি আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের ১০০ সেন্সুরির রেকর্ডটি ভাংতে পারবেন।সেসব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে আরেকটি রেকর্ড নিজের নামে করে নিলেন ভিরাট।
রবিবার অস্ট্রেলিয়া বিপক্ষে ব্যাট করতে নেমে এই রেকর্ড গড়েন তিনি। ২৫ হাজার রান করতে কোহলি খেলেছেন মাত্র ৫৪৯ ইনিংস।শচীন যা করেছিলেন ৫৭৭ ইনিংস খেলে।এখানেই ভিরাটের পেছনে পড়ে গেলেন লিটল মাস্টার। এই তালিকায় ভিরাট শচীন ছাড়াও রয়েছেন রিকি পন্টিং(৫৮৮) জ্যাক ক্যালিস (৫৯৪) কুমার সাঙ্গাকারা (৬০৮) ।
‘ভোলায় নদী ভাঙ্গনে হুমকির মুখে এলাকাবাসী’
ফয়জুল বারী (রুবেল), ভোলা: ভোলা শহর রক্ষা বাঁধের সিসি ব্লক......বিস্তারিত