এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে মাঠে নামবে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে। আজ (৪ মার্চ) দুপুরেই চট্টগ্রাম পৌঁছেছে দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা।
৬ মার্চ চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ও ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। যে কারণে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি দলও চট্টগ্রামে গিয়েছে।
যদিও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান আজ দলের সাথে যাননি।
সাকিব আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল সেরেছেন মিরপুরে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যালয়ে এসে। এবারের ডিপিএলে টাইগার অলরাউন্ডার নাম লিখিয়েছেন মোহামেডানের হয়ে।
টাইগার ওপেনার লিটন দাস চট্টগ্রাম গিয়েছেন স্ত্রী সঞ্চিতাকে নিয়ে। স্কোয়াডে না থাকলেও দলের সাথে চট্টগ্রাম যান দুই লেগ স্পিনার আমিনুল ইসলা বিপ্লব ও রিশাদ হোসেনও।
আজ চট্টগ্রামে পৌছালেও কোনো দলেরই নেই এ দিন অনুশীলন। হোটেলে বিশ্রাম নিয়ে আগামীকাল নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে জস বাটলার, তামিম ইকবালরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ। দুপুর ২ টাকা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নিবে ইংলিশ ক্রিকেটাররা।
‘নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা শুভ সংঘের সবজির বীজ প্রদান’
এ বছর এক একর জমিতে ব্যাংক লোন করে সবজি চাষ......বিস্তারিত