টাঙ্গাইল প্রতিনিধি:
প্রতারণার মাধ্যমে ৯% সুদের পরিবর্তে ১৫% হার সুদে লুটপাট করে নিতেছে দেশবাসীর কোটি কোটি টাকা। এসব লুটপাটে সহযোগিতায় ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তা। তাদের এমন অপকর্ম ও দুনীর্তি নিয়ে এক ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে। এমনকি গোপালপুর শাখা প্রধানের কাছে। লোন নিতে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও কয়েক দাফে ঘুষ নিয়ে লোন অনুমোদন করেন এই গোপালপুর শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার গোলাম সরোয়ার। তিনি বর্তমানে ন্যাশনাল ব্যাংক কালিহাতি শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।
এক অভিযোগে হেমনগরের ভুক্তভোগী মোজাম্মেল হক বলেন, সরকারের ঘোষিত ৯% সুদে লোন নিলেও কয়েকদিন না যেতেই প্রিন্সিপাল অফিসার ম্যাসেজ দেন ১৫% সুদে কিস্তি দিতে। ঠিক একই কায়দায় বর্তমান গোপালপুর শাখার প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ রাশেদ খান সরকারে নির্দেশ অমান্য করে ১৫% সুদে কিস্তি দিতে নোঠিশ দেন। তাদের এসব অপকর্ম ও দুনীর্তি নিয়ে আমাদের অনুসন্ধান চলছে। আরো বিস্তারিত আসছে…..
‘বরিশালে মানবপাচারের অভিযোগে গ্রেফতার ২’
নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশালের গৌরনদীতে মানবপাচারের অভিযোগে আটজনের বিরুদ্ধে দায়ের করা......বিস্তারিত