চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের আসর বসছে ভারতে। আসরকে ঘিরে নিজেকে তৈরি করে নিচ্ছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ফরম্যাটে তিনি ধারাবাহিকভাবে রানের পসরা সাজাচ্ছেন। সম্প্রতি ফরম্যাটটিতে ব্যাটারদের শীর্ষস্থান দখল করেছেন বাবর।
সে অর্জনের রেশ না কাটতেই শুক্রবার (৫ মে) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্রুততম ৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি। একদিনের ক্রিকেটে তিনি এই কীর্তি গড়তে ছাড়িয়ে গেছেন সাবেক প্রোটিয়া ব্যাটার হাশিম আমলাকে। একই ম্যাচে করেছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও।
ওয়াডেতে দ্রুততম ১৮ সেঞ্চুরির রেকর্ড | |
ব্যাটার | ইনিংস |
বাবর আজম | ৯৭ |
হাশিম আমলা | ১০২ |
ডেভিড ওয়ার্নার | ১১৫ |
বিরাট কোহলি | ১১৯ |
এবি ডি ভিলিয়ার্স | ১৫৯ |
এর মাধ্যমে ফরম্যাটটিতে বাবর ১১ মাসের সেঞ্চুরিখরা কাটিয়েছেন। এর মধ্যে ওয়ানডেতে ৮টি হাফসেঞ্চুরি পেলেও, সেসব ইনিংসকে ম্যাজিক ফিগারে পরিণত করতে পারেননি তিনি। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সর্বশেষ ১৭তম সেঞ্চুরি পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।
‘দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস’
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি......বিস্তারিত