
তেজগাঁও প্রতিনিধি: মরণ নেশা ইয়াবার ছোবলে আচ্ছন্ন হয়ে পড়েছে সারাদেশ। রাজধানী থেকে শুরু করে গ্রামগঞ্জের আনাচেকানাচে ছড়িয়ে পড়েছে এর প্রভাব। তেজগাঁও থানাধীন আরজতপাড়ার ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছে তিন মাদক ব্যবসায়ী। এমন তথ্য পাওয়া গেছে।
জানা যায়, আরজতপাড়ার ৯৪নং বাড়ির শোয়েব, ৪৫/১নং বাড়ির লিওন ও বউ বাজার এলাকার সুমন তাদের নিয়ন্ত্রণে আরজতপাড়া সহ আশেপাশের এলাকায় ইয়াবা ব্যবসা চলছে। তাঁরা তিনজন মিলে গড়ে তুলেছেন একটি জমজমাট সিন্ডিকেট। অনুসন্ধানে জানা যায়, তাদের তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের কাছে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার নতুন কৌশলে ইয়াবা ব্যবসা চালিয়ে যায় তাঁরা। টাকার লোভে এলাকার উঠতি বয়সী অনেক যুবকরা তাদের সিন্ডিকেটে জড়িয়ে ইয়াবার মতো ভয়ংকর মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।
আরজতপাড়ার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, মাদকের টাকার প্রভাবে শোয়েব, লিওন ও সুমন এলাকায় কাউকে পরোয়া করেনা। প্রশাসন তাদের হাতের মুঠোয় এমন কথা এলাকায় বলে বেড়ায়। শোয়েব, লিওন আরজতপাড়ার স্থায়ী বাসিন্দা তাই অনেকে ভয়ে মুখ খুলেনা।
নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা জানান, আরজতপাড়ার ভাঙ্গা বাড়ি, খ্রিস্টান বাড়ি, পাগলার পুল এবং আব্বাস গার্ডেন মাদক সেবীদের আখড়া। এসব স্পটে মাদক সরবরাহ করে শোয়েব, লিওন ও সুমন সিন্ডিকেট।
এছাড়াও তথ্য পাওয়া গেছে, ১৬ নাম্বার আরজতপাড়া পাপ্পুর বাড়িতে হিরোইন এবং ইয়াবা সেবীদের বসার জায়গা। ৪৪/ ডি নাম্বার আরজতপাড়াতে শরিফের বাড়ি হিরোইন সেবীদের আখড়া।
