TadantaChitra.Com | logo

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুবাই কনসুলেট এ জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু

প্রকাশিত : জুলাই ১৫, ২০২৩, ০৬:৫২

দুবাই কনসুলেট এ জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু

দুবাই থেকে নুরে আলম পারভেজ: গত ১৩ জুলাই বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে দুবাই কনসুলেট। সভায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেট এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, সাংবাদিক কর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয় বসবাসরত প্রবাসীরা।

এ সময় স্বাগত বক্তব্যে বিএম জামাল হোসেন বলেন, আজ দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসীদের স্মরণীয় দিন। দীর্ঘদিন যাবৎ আপনাদের অভিযোগ অনুযোগ শুনেছি, আজ তার অবসান হলো। প্রবাসে জাতীয় পরিচয় পত্র পাওয়া আমাদের দেশ উন্নয়নের একটি ধাপ। গত ১ মাসে ৮৩৮ টি রেজিষ্ট্রেশন করেছি। এর মধ্যে ১০০ জনকে স্মার্ট কার্ড প্রদান করে এই কার্যক্রম উদ্বোধন করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, উত্তর আমিরাতের ৬ টি স্টেটে দুবাই কনসুলেট সেবা প্রদান করে প্রবাসীদের দুয়ারে জাতীয় পরিচয় পত্র পৌঁছে দেয়ার চেষ্টা অব্যাহত আছে। এতে প্রবাসীদের কষ্ট লাগব হবে বলে আমি বিশ্বাস করি।

বিশেষ অতিথি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, প্রবাসে আজকের দিনটি “রেড লেটার ডে”, বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গাদের বিষয়ে সক্রিয় থাকাকারও অনুরোধ করেন। তিনি বলেন, রোহিঙ্গারা যেন আমাদের দেশের নাগরিকত্ব না পান। আমরা তাদের মানবিক সহায়তা করছি, তার মানে এই নয় যে, তাদেরকে আমাদের আইডি শেয়ার করতে হবে। অতএব সবাই সতর্ক থাকবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রবাসীরা ভোট দেয়ার সুযোগ পেতে পারেন এমন আশ্বাসও দেন রাষ্ট্রদূত।

স্মার্ট কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো আজ। বিশেষ করে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এবং কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের ঐকান্তিক চেষ্টায় আজ নির্বাচন কমিশন সফল হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী সময় মতো প্রবাসীদের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দিতে সক্ষম হয়েছি। সবার কাছে আমরা কৃতজ্ঞ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।