
তফসিল পেছানোর আহ্বান জানিয়ে ইসিকে জরুরি চিঠি দিয়েছেন ড. কামাল হোসেন। গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক বিকেল সাড়ে ৪টার দিকে ইসির জারি শাখায় চিঠিটি জমা দেন।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর আহ্বান থাকছে এই চিঠিতে। গণফোরাম নেতা আ হ ম শফিউল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
একই তথ্য জানিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা করা না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। সংলাপ শেষ হলে যেন তফসিল ঘোষণা করা হয়, সে বিষয়টি চিঠি উল্লেখ করা হয়েছে।
