TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সিইসি

প্রকাশিত : জানুয়ারি ০৬, ২০২৪, ১৫:০১

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সিইসি

নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।

৭ জানুয়ারির ভোট দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন: বিজ্ঞাপন দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। সংসদ ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে
নির্বাচন কমিশন।

তিনি জানান, নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল, মোট ১৯৩১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। বিজ্ঞাপন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।

একইসঙ্গে ভোটারদের ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সিইসি বলেন: সকল দলকে নির্বাচনের সংলাপে আমন্ত্রণ জানিয়েছি কিন্তু সাড়া দেয়নি। সকলের সহযোগিতায় ভোট সুষ্ঠ হয়। এবারের ভোটে রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে না এবং প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা নেই, তাই বলে ভোট অংশগ্রহণ মূলক হচ্ছে না একথা বলা যাবে না।

কাজী হাবিবুল আউয়াল বলেন: ভোট সুষ্ঠু করতে সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। নির্ভয়ে সব ভোটারদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। ভোট কারচুপি রোধে সব প্রার্থীদের সব কেন্দ্রে পোলিং এজেন্ট দেবার আহ্বান জানিয়েছি।

তিনি বলেন: রাজনৈতিক দল গুলো সহিংসতা বন্ধ করে শান্তি পূর্ণ কর্মসূচি করার ঘোষণা ছিলো কিন্তু সেটা ভোট বর্জনকারী দল সেটা মনে নি। ৭ জানুয়ারির ভোট দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে।

প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।