TadantaChitra.Com | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ ঘণ্টায় ১৪ আগুন, ৪ জনের মৃত্যু; ফায়ার সার্ভিস

প্রকাশিত : জানুয়ারি ০৬, ২০২৪, ১৫:০৩

১৬ ঘণ্টায় ১৪ আগুন, ৪ জনের মৃত্যু; ফায়ার সার্ভিস

সারা দেশে গত ১৬ ঘণ্টায় ১৪টি আগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসব আগুনের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারা দেশে ১৪টি আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে একটি ট্রেনসহ ছয়টি যানবাহন, আটটি স্থাপনা (একটি বৌদ্ধ মন্দির, আটটি শিক্ষাপ্রতিষ্ঠান) পুড়ে গেছে। নিহত হয়েছেন চার জন।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীতে একটি; ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে একটি, গাজীপুর সদরে দুই, কালিয়াকৈরে একটি; সিলেট বিভাগের দক্ষিণ সিলেট ও চুনারুঘাটে একটি করে; চট্টগ্রাম বিভাগের রামু, ফেনী, সীতাকুণ্ড, চট্টগ্রাম সিটিতে একটি করে; ময়মনসিংহ বিভাগের নান্দাইল, গফরগাঁও, শেরপুরে একটি করে আগুনের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট এবং ১৫১ জন সদস্য কাজ করেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।