TadantaChitra.Com | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টি আইনে প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৪, ১৫:১৩

বৃষ্টি আইনে প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ১১২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা।

রোববার রাতে প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত ৪৯ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের আটজন বোলার বোলিং করেছেন। স্পিনার ওয়াসি সিদ্দিক দু’টি, ইকবাল হোসেন-মারুফ মৃধা-রিজওয়ান ও রাফি উজ্জামান রাফি একটি করে উইকেট নেন।

বৃষ্টি আইনে ৩৬ দশমিক ২ ওভারে ২৩২ রানের নতুন টার্গেট পায় বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে ১১৯ রান করে ম্যাচ হারে তারা। বাংলাদেশের পক্ষে জিশান আলম ২৬, আদিল বিন সিদ্দিক ১৫ ও মোহাম্মদ শিহাব জেমস ১২ রান করেন।

আগামী ১৭ জানুয়ারি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।