জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সমালোচনা করায় দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী।
রোববার (১৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশক্রমে চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলের সব পদ থেকে এই দুইজনকে বহিষ্কার করেছেন। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তরের জাতীয় পার্টির কমিটি বাতিল করা হয়েছে।
এর আগে বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় এই দুই নেতা জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সমালোচনা করেন। পাশাপাশি মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়েও বিতর্কিত কথা বলেন।
এর আগে দলের কো-চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে বহিষ্কার করে জাপা।
‘নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা শুভ সংঘের সবজির বীজ প্রদান’
এ বছর এক একর জমিতে ব্যাংক লোন করে সবজি চাষ......বিস্তারিত