TadantaChitra.Com | logo

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে ভারতীয় রামাস্বামীর বিদায়

প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৪, ০৮:২২

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে ভারতীয় রামাস্বামীর বিদায়

অনলাইন ডেস্ক:  প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড় থামিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিবেক রামাস্বামী। এর মধ্য দিয়ে এ বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে চলে গেলেন তিনি।

সোমবার যুক্তরাষ্ট্রের আইওয়া ককাসের নির্বাচন হয়। তাতে ব্যাপক ব্যবধানে বিজয়ী হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই দলীয় মনোনয়নের লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ী উদ্যোক্তা বিবেক রামাস্বামী। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে তিনি সমর্থন দিয়েছেন ডনাল্ড ট্রাম্পকে। এ খবর এনডিটিভির।

বিবেক রামাস্বামী রাজনৈতিক অঙ্গনের কেউ নন। তিনি আকস্মিক রাজনীতিতে নামেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচন করতে চান। অভিবাসন বিষয়ে তার দৃঢ় মতামত, আমেরিকা-ফার্স্ট নীতির প্রতি তার অবস্থানের কারণে খুব দ্রুতই আকর্ষণ এবং রিপাবলিকান ভোটারদের সমর্থন পেয়ে যান।

তার নির্বাচনি কৌশল অনেকটা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মতো। বক্তব্য, কথাবার্তা এবং নীতির ক্ষেত্রে দুজনের অবস্থান কাছাকাছি।

বিবেক রামাস্বামী ভারতীয় অভিবাসী পিতামাতার সন্তান। তার পিতামাতা কেরালা থেকে যুক্তরাষ্ট্রে চলে যান। ট্রাম্পের যেখানে আধিপত্য সেই রিপাবলিকানদের মধ্যে অস্বাভাবিক একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতে থাকে তাকে। কিন্তু আইওয়া ককাসের ভোটের শেষ দিনগুলোর কয়েকদিন আগে থেকে পরিস্থিতি তার বিরুদ্ধে চলে যেতে থাকে। ট্রাম্প সরাসরি তাকে আক্রমণ করে কথা বলতে থাকেন।

বিবেক রামাস্বামীকে ট্রাম্প তার সামাজিক প্লাটফরম ট্রুথ সোশ্যালে একজন প্রতারক হিসেবে আখ্যায়িত করেন। আইওয়া রাজ্যে বিবেক রামাস্বামী পান শতকরা প্রায় ৭.৭ ভাগ ভোট। এর মধ্য দিয়ে তিনি সেখানে চতুর্থ হন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।