পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ পৌর নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে পুঠিয়া পৌর সদর এলাকায় তার নিজ বাড়ি থেকে কাউন্সিলর আইরিনকে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করেছে।
তিনি পুঠিয়া পৌরসভার ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
এলাকাবাসী জানান, কাউন্সিলর হওয়ার আগে বেশ কিছু দিন পুঠিয়া রাজবাড়ি বাজার এলাকায় কালাই রুটি তৈরি করে বিক্রি করে জীবনযাপন করেছেন। কাউন্সিলর হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছিলেন।
এ ব্যাপারে থানার ওসি সাইদুর রহমান বলেন, আইরিন বেগমের বাড়িতে অভিযান চালিয়ে জেলার ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
‘দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস’
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি......বিস্তারিত