TadantaChitra.Com | logo

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টিন আর সিসি ক্যামেরা খুলে দোকানে চুরি

প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৪, ০৭:৫০

টিন আর সিসি ক্যামেরা খুলে দোকানে চুরি

স্টাফ রিপোর্টার:গতকাল ২১ জানুয়ারী রবিবার গভীর রাতে ঝিনাইদহের খড়িখালীর নৈহাটি মোড়ের একটি দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রেজাউল। (২১ জানুয়ারি) দিবাগত রাতে নৈহাটি মোড়ের বাজারের ঘটনা ঘটেছে।

নৈহাটি বাজারের মেইন রোডের মোড়ে রুস্তম স্টোর এর স্বত্ত্বাধিকারী রেজাউল করিম জানান, তার দোকানের চালের টিন খুলে ও সিসি ক্যামেরার তার কেটে ১ টি ইন্টারনেট সাপ্লায়ার মেশিন যার মুল্য আড়াই লক্ষ টাকা, একটি কালার টেলিভিশন যার মুল্য ৩৯ হাজার টাকা, সিসি ক্যামেরা, ২টি কম্পিউটার বাক্স, দুটি ফ্রিজ মেশিন, ৩৫ হাজার টাকা মুল্যের সিগারেট, প্যাকেট বিস্কুট আনুমানিক মুল্য ১০ হাজার টাকা, সয়াবিন তেল মুল্যে ১৭ হাজার টাকা, কসমেটিক ও সাবান যার মুল্য ৩৫ হাজার টাকা,১০ হাজার টাকার আটা,নগদ চল্লিশ হাজার টাকা সহ সাড়ে চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

নৈহাটি মোড়ের বিভিন্ন দোকান মালিকগণ জানান, বাজারে অনেক আগে চুরি হয়েছিল, কিছুদিন বন্ধ থাকার পর বড় ধরনের চুরির ঘটনা ঘটছে সংঙ্গবদ্ধ চোর চক্র ছাড়া এত বড় চুরির ঘটনা সম্ভব নয়,

পুলিশ প্রশাসন ও নৈশ প্রহরীর টহল বাড়ানো সহ চোরদের খুঁজে বের করার দাবি জানান ব্যবসায়ীরা।

ঝিনাইদহ থানার উপপরিদর্শক (এসআই) সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন জানান চোর চক্রকে ধরতে অভিযোগ এর পর পরই অভিযানে নেমেছে পুলিশ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।