TadantaChitra.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেধাবীদের কাজে লাগাতে ব্যবস্থা করার সুপারিশ

প্রকাশিত : মার্চ ১৩, ২০২৪, ১৫:৩২

মেধাবীদের কাজে লাগাতে ব্যবস্থা করার সুপারিশ

মেধাবী ছাত্রদের মূল্যায়ন ও তারা যাতে দেশেই সর্বোচ্চ মেধা কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (১৩ মার্চ) কমিটির বৈঠক সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, আ ফ ম বাহাউদ্দিন, মো. আবদুল মজিদ, মো. বিপ্লব হাসান, মো. আব্দুল মালেক সরকার এবং মো আজিজুল ইসলাম।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সংক্ষেপে তুলে ধরা হয়।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতাসহ কল্যাণ ট্রাস্টের ভাতাদি প্রাপ্তি সহজিকরণে কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।

এছাড়াও দেশের মেধাবী ছাত্রদের মূল্যায়ন ও তারা যাতে দেশেই সর্বোচ্চ মেধা কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় সচিব, কারিগরি শিক্ষা ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।