TadantaChitra.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে সোয়া কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

প্রকাশিত : মার্চ ১৫, ২০২৪, ১৬:১৮

চট্টগ্রাম বিমানবন্দরে সোয়া কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া কোটি টাকার সোনার চুড়িসহ মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের “বিজি ১৩৬” ফ্লাইটের ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মুহাম্মদ মাহফুজ আলম বলেন, শুক্রবার সকালে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে রফিকুল ইসলাম বকুল নামে এক যাত্রীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পরিহিত জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত ৩২টি সোনার চুড়ি উদ্ধার করা হয়। এসব স্বর্ণালংকারের ওজন ১২২০ গ্রাম। ২২ ক্যারেটের এসব স্বর্ণালংকারের বাজারমূল্য আনুমানিক এক কোটি ২২ লাখ টাকা। পরে এসব সোনা ডিএম মূল্যে কাস্টমসের কোষাগারে জমা দেওয়া। আটক যাত্রীর নামে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।