এবার এস আলম অয়েল মিলে আগুন

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাসের মাথায় এবার এস আলম অয়েল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ এপ্রিল) নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকার এস আলম এডিবল অয়েল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ টা ২৭ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সকাল ১০ টা ১০ মিনিটে আগুন নির্বাপিত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১০ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত শেষে জানা যাবে।

গত ৪ মার্চ বেলা ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। ৭ মার্চ বেলা ১১টায় কারখানার আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর কারখানায় চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে উৎপাদন শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন...

  • অগ্নিকান্ড
  • এসআলম সুগার মিল