TadantaChitra.Com | logo

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকার গোটা দেশকে ভয়ের রাজত্বে পরিণত করেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৪, ১৮:০৬

সরকার গোটা দেশকে ভয়ের রাজত্বে পরিণত করেছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার গোটা দেশকে ভয়ের রাজত্বে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তারা কাউকে সম্মান করে না। দেশের আলেম-ওলামা, অধ্যাপক, বিখ্যাত—কাউকে তারা সম্মান করে না।’

আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হাটপুকুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগ সরকার কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা ভয় দেখিয়ে জোর করে ক্ষমতা দখল করে। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে এখন কোনো আওয়ামী লীগ নেই, সব পুলিশ লীগ।

৮ এপ্রিল পুলিশি হেফাজতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মো. আকরাম হোসেনের মৃত্যু হয় বলে তাঁর পরিবার ও বিএনপি অভিযোগ তুলেছে

মির্জা ফখরুল আরও বলেন, ‌শুধু আকরামের ঘটনা নতুন নয়। আমাদের আন্দোলন চলাকালে ৩০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭০০-৮০০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। গত কয়েকদিনের মধ্যে তারা ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

তারা সারাদেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছ। বিএনপি মহাসচিব বলেন, ‌‘এবারের ঈদে আপনাদের আনন্দ ছিল না। কারণ, আপনাদের সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা অধিকার-সংগ্রামের জন্য লড়াই করছে। এভাবেই ভোটের অধিকার, ভাতের অধিকার আর বেঁচে থাকার অধিকার অর্জন করতে হবে।’

‘আমরা নির্বাচন চাই’ উল্লেখ করে তিনি আরও বলেন, সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারে—আমরা এমন একটা নির্বাচন চাই। গোটা দেশকে তারা ভয়ের রাজত্বে পরিণত করেছে। তারা কাউকে সম্মান করে না। পৃথিবী যাকে চিনে—সেই নোবেল বিজয়ীকেও তারা শাস্তি দিয়েছে।’ এসময় জেলা-উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মৃত্যুবরণকারী উপজেলা যুবদল নেতার কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।