TadantaChitra.Com | logo

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষানটেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৪, ০৭:১০

ভাষানটেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

রাজধানীর ভাসানটেকের একটি বাসায় লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই দুর্ঘটনায় এখনও হাসপাতালে ভর্তি আরও পাঁচ জন। সবার অবস্থাই আশঙ্কাজনক।

শনিবার সকাল আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই নারীর নাম মেহেরুন্নেসা (৬৫)। তিনি কুমিল্লা লাকসাম উপজেলার বাসিন্দা ছিলেন।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম গণমাধ্যম কে জানান, শুক্রবার ভোরে মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ছয় জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মেহেরুন্নেসা চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আরও জানান, বাকিদের মধ্যে সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং সুজন ৪৩ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছে।

এর আগে শুক্রবার ভোর চারটার দিকে পশ্চিম ভাসানটেকের নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নং এল বাড়ির নিচ তলায় একটি রুমে এ ঘটনা ঘটে। কয়েল ধরাতে গেলে জমে থাকা গ্যাসে ওই বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ এক পরিবারের ছয় জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।