TadantaChitra.Com | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কম তাপমাত্রার জেলায় স্কুল বন্ধের কারণ নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৪, ১৬:২১

কম তাপমাত্রার জেলায় স্কুল বন্ধের কারণ নেই: শিক্ষামন্ত্রী

যেসব জেলায় তাপমাত্রা কম, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো যুক্তি দেখছেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব জেলায় তাপমাত্রা কম, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই।’ আগামী বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের কপি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সোমবারের মতো মঙ্গলবারও দেশের কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ জারি করে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল ৩০ এপ্রিল বন্ধ থাকবে।

হাইকোর্টের আদেশের বিষয়ে জানতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব, তা পালন করাই বাঞ্ছনীয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চাহিদা বাঞ্ছনীয় নয়। ঢাকাকেন্দ্রিক মানসিকতার কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এখন ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হয়।’

কয়েক সপ্তাহ ধরেই তীব্র তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। সোমবার চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

উচ্চ আদালতের আদেশের পর বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশনা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বহমান তীব্র দাবদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত রোববার থেকে সারা দেশে স্কুল–কলেজে ক্লাস শুরু হয়। শুরুর দিনেই প্রচন্ড গরমে দেশের কয়েকটি স্থানে শিক্ষক–শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা। সোমবারও দেশের বেশ কয়েকটি স্থান থেকে শিক্ষার্থীদের অসুস্থ্য হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।