TadantaChitra.Com | logo

৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় অস্ত্রসহ ৩ দস্যু আটক, ২ অপহৃত উদ্ধার

প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৪, ০৫:০১

ভোলায় অস্ত্রসহ ৩ দস্যু আটক, ২ অপহৃত উদ্ধার

ভোলায় জলদস্যুতার অভিযোগে ৩ দস্যুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় সদরের রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, তারেক (২০), আল আমিন (১৯) ও মনির (২০)।

এ সময় একটি রাম দা, একটি ইঞ্জিত চালিত নৌকা ও ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ সময় অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়। তারা হলেন, সাইদুল ইসলাম ও মানিক হোসেন।

তাদের বাড়ি মেহেন্দিগঞ্জ ও ভোলার ইলিশায়। বিকেল ৪টায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে দস্যুরা মেঘনায় চাঁদাবাজি করে আসছিলো।

তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় ভোলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জলদস্যুতার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার করা হয়। পুলিশ বিষয়ের তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।