
দ্বিতীয় সন্তানের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। মঙ্গলবার (৩০ এপ্রিল) রোশানের স্ত্রী তাহসিনা এশা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা-ছেলে দু’জনেই সুস্থ্য রয়েছেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন রোশান।
বুধবার (১ মে) দুপুরে একটি স্ট্যাটাসে রোশান লেখেন, ‘কন্যা ফেরিহা আমাতুল্লার জন্মের ১১ মাস পর গতকাল একটি পুত্র সন্তান আমাদের জীবনে এসেছে। আমি সবসময় আল্লাহর কাছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান চেয়েছি।
আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।’ সকলের কাছে দোয়া চেয়ে এই নায়ক লেখেন, ‘এশা ও আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের সন্তানদের সুখী ও স্বাস্থ্যকর জীবন দিতে পারি।’
প্রসঙ্গত, ২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। গত বছরের শুরুতে গোপন বিয়ের খবর জানান রোশান। একই বছরের ২৪ মে কন্যা সন্তানের বাবা হন তিনি।
