TadantaChitra.Com | logo

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে আজ বাংলাদেশ

প্রকাশিত : মে ০৫, ২০২৪, ১৩:৩১

দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে আজ বাংলাদেশ

চট্টগ্রামে একদিনের ব্যবধানে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দুই দল। ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও প্রথম ম্যাচের ভুলত্রুটি শোধরাতে চায় নাজমুল হোসেন শান্তর দল। বিশেষ করে, লিটন কুমার দাসের ফর্ম বাড়তি চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রোববার (৫ মে) সন্ধ্যা ৬টায়।

একদিনের বিরতিতে বিশ্রামে ছিল বাংলাদেশ। ম্যাচের আগের দিন হোটেল বন্দী টাইগার স্কোয়াড। কেবল আনুষ্ঠানিকতা মেটাতে গণমাধ্যমে কথা বলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। সেখানের আলোচনায়ও লিটন কুমার দাস। শেষ ১ বছরে টি-২০’তে নেই কোনো ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে যেভাবে ফিরলেন, তা সমালোচনা বাড়িয়েছে আরও। বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন মেলানোটাই সবচেয়ে বড় পরীক্ষা নীতি-নির্ধারকদের। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে সে সুযোগটা হাতছানি দিচ্ছে স্বাগতিকদের। প্রথম ম্যাচে তানজিদ তামিমের পারফরম্যান্স কিছুটা ভরসা দিচ্ছে পুরো দলকে।

লিটনের ফর্মের মতো বড় চিন্তার কারণ পুরনো বল। প্রথম ম্যাচে দারুণ শুরুর পরেও শেষ দিকে ছন্দপতন হয়েছিল বোলারদের। লো স্কোরিং ম্যাচেও শরিফুল-রিশাদরা ছিলেন খরুচে। দ্বিতীয় ম্যাচে এসব জায়গাতেই ফাইন টিউনিং করতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। অবশ্য এ ম্যাচেও বড় পরীক্ষা অপেক্ষা করছে ব্যাটারদের জন্যে। সাগরিকার পিচ উপহার দিতে পারে আরও একটি লো স্কোরিং ম্যাচ।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।