TadantaChitra.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সর্ভিস

প্রকাশিত : মে ০৬, ২০২৪, ১৪:৫৭

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সর্ভিস

সুন্দরবনে অগ্নিনির্বাপণ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছেন ঢাকার বঙ্গবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

সোমবার (৬ মে) বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডস্থল সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকা পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, সকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপরও আগামী দুইদিন ধরে জায়গাটিতে নজরদারি রাখা হবে। আগামী দুইদিন বনবিভাগের টিম সেখানে পানি ছিটানো অব্যাহত রাখবে। দুপুরের পর ঘটনাস্থল ত্যাগের কথা রয়েছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের।

শনিবার দুপুরে লাগা আগুন নেভানোর কাজ শুরু হয় রোববার সকালে। ততক্ষণে আগুনের বিস্তার ঘটে বনের ৫ একর জায়গা জুড়ে। আর এ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে ঘোষণা দিয়ে কার্যক্রম সীমিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।