TadantaChitra.Com | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন কে কীভাবে দেখবে সেটি আমাদের বিষয় না: সিইসি

প্রকাশিত : মে ০৭, ২০২৪, ১২:০২

নির্বাচন কে কীভাবে দেখবে সেটি আমাদের বিষয় না: সিইসি

নির্বাচন আয়োজন করা কমিশনের কাজ। কে কোন দল থেকে দাঁড়ালো সেটি তাদের বিষয় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৭ মে) সকালে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, শাসনব্যবস্থা চালু রাখতে গেলে নির্বাচন চালাতে হবে। কে কীভাবে নির্বাচন দেখবে তা আমাদের বিষয় না। বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিটি পদে ৪ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই প্রতিদ্বন্দ্বিতা নেই, সে কথা বলা যাবে না। কমিশনের দায়িত্ব প্রার্থী আছে কিনা, সুষ্ঠুভাবে প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে কিনা সেটি দেখা।

দলীয় বিষয়গুলো দেখা আমাদের দায়িত্ব না। তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠক করা হয়েছে। আগে কখনও একই জেলায় ধাপ ভিত্তিক নির্বাচন হয়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।