TadantaChitra.Com | logo

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশ পুলিশ

প্রকাশিত : ডিসেম্বর ১৩, ২০১৮, ১৮:৪০

প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশ পুলিশ

তথ্য প্রযুক্তিতে নানাভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। থ্রি-জি চালুর পর বাংলাদেশ এখন প্রস্তুত এলটিই গ্রহণের জন্য। উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে প্রযুক্তির আরো নানা দিকের ব্যবহার। প্রযুক্তির ছোঁয়া লেগেছে বাংলাদেশ পুলিশেও। সম্প্রতি পরিধানযোগ্য ক্যামেরা যোগ হয়েছে পুলিশ বাহিনীতে। আপাত পরীক্ষামূলক পর্যায়ে আছে প্রযুক্তির নতুন এই ব্যবহার।

আপাতত ঢাকা শহরের ট্রাফিক ম্যানেজমেন্টে থাকা পুলিশ সদস্যদের মধ্য থেকে ১৫ জনকে বিশেষ ক্যামেরা দেওয়া হয়েছে।

ক্যামেরাটি দিয়ে ৬০ মেগাপিক্সেল আকারের ছবি তোলা যাবে। অডিও-ভিডিও স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে টানা আট ঘণ্টা। ফলে রাজধানীতে বেপরোয়া গতিতে চলা গাড়িগুলোকে সনাক্ত করা যাবে সহজেই। এতে কমে যাবে এলোপাতাড়ি গাড়ী চালানোর প্রবণতাও।

পরীক্ষামূলক পর্যায়ে সুফল পাওয়া গেলে আরো ৪০০টি ক্যামেরা যোগ হবে ট্রাফিক ম্যানেজমেন্টে। এই ক্ষেত্রে সফলতা পাওয়া গেলে পুলিশের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করা হবে পরিধানযোগ্য ক্যামেরা।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।