আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

দুদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এই সফরে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন। জানা গেছে, আজ সকাল ১১টার পর মালয়েশিয়ার একটি বিমানে ঢাকা পৌঁছাবেন তিনি।

সফরে দুই দেশে বাণিজ্য সম্প্রসারণ বিশেষ জোর দেওয়া হবে। গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আলোচনা হবে জ্বালানি আমদানিসহ দ্বিপাক্ষিক ইস্যুতে। পররাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পেনি ওং। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা ও ব্লু-ইকোনমি।

তবে জ্বালানি আমদানি ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেবে ঢাকা। আর ক্যানবেরার আগ্রহ ইন্দো-প্যাসিফিক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু।

সংবাদটি শেয়ার করুন...

  • অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী
  • পেনি ওং
  • প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক