কানে গিয়ে নতুন সিনেমায় সাইন করলেন ভাবনা

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

গত ১২ মে অভিনেত্রী ভাবনা কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেখানে পৌঁছান। পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লেখেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।’ লাল গালিচায় হেঁটেছেন এই অভিনেত্রী। এবার কান থেকেই সুখবর দিলেন ভাবনা।

কান চলচ্চিত্র উৎসবে নিজ উদ্যোগে গিয়ে সবাইকে চমকে দেন আশনা হাবিব ভাবনা। এবার আরও চমক করা খবর দিলেন অভিনেত্রী নিজেই।

ভাবনার নতুন সিনেমা আসছে। নাম ‘জেনুবিয়া’। কানে গিয়েই সাইনিং হয়েছে সিনেমাটির। জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন জাফর ফিরোজ। প্রযোজক মোহাম্মদ মহসিন। নির্বাহী প্রযোজক কিয়াও লি। চলতি বছর শেষের দিকে সিনেমার শুটিং শুরু হওয়ার পরিকল্পএ বিষয়ে ভাবনা বলেন, ‘কানে এসে সিনেমা সাইন করলাম। একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।’না করছে টিম।

বাংলা, ইংরেজি ও চাইনিজ ভাষায় সিনেমাটি নির্মাণ হবে।

নারীকেন্দ্রিক গল্প ‘জেনুবিয়া’। জেনুবিয়া মানে কি? জানতে চাইলে বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নির্মাতা জাফর ফিরোজ বলেন, ‘জেনুবিয়া চরিত্রের নাম। গল্পের এটি চরিত্র। তার নাম অনুযায়ী সিনেমার নামকরণ করা।’

প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা থাকায় সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলেননি ভাবনা। তবে জানিয়েছেন, গল্পটি তিনি শুনেছেন। ভীষণ পছন্দ হয়েছে তাঁর। যে চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন, তা একজন অভিনয়শিল্পীর জন্য গর্বের। নির্মাতা জাফর ফিরোজ বলেন, ‘জেনুবিয়া সিনেমার জন্য সম্ভাব্য অভিনয়শিল্পীদের নিয়ে আমরা একটি তালিকা বানিয়েছি।

সেখানে ভাবনার নাম ছিল। উৎসবে আসার পর তাঁর সঙ্গে দেখা হলে সিনেমাটি নিয়ে আলোচনা করি, গল্পটি শোনাই তিনি খুব পছন্দ করেছেন। ভাবনার সঙ্গে আলাপ করার পর আমাদের মনে হয়েছে জেনুবিয়া সিনেমার এই চরিত্রটি যেভাবে চিন্তা করা হয়েছে, তিনি খুব সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারবেন।’

নির্মাতা জানিয়েছেন চলতি বছরেই শুরু হবে জেনুবিয়া সিনেমার শুটিং। পুরো শুটিং হবে মালয়েশিয়ায়। এদিকে, ভাবনা সম্প্রতি শেষ করেছেন রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’ সিনেমার শুটিং। ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প।

এতে একজন চুড়ি বিক্রেতার চরিত্রে দেখা যাবে ভাবনাকে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’ ও ‘পায়েল’ নামের আরো তিনটি সিনেমা।

 

সংবাদটি শেয়ার করুন...

  • আশনা হাবিব ভাবনা
  • জেনুবিয়া
  • ফেস্টিভ্যাল ডি কান