TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপি আনার ভারতে খুন, যা বললেন মির্জা ফখরুল

প্রকাশিত : মে ২২, ২০২৪, ১৮:৫৫

এমপি আনার ভারতে খুন, যা বললেন মির্জা ফখরুল

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেন আওয়ামী লীগ তাদের নিজ দলের একজন সংসদ সদস্য (এমপি) ভারতে নিখোঁজ হলেন, তার কোনো খোঁজ দিতে পারল না। কেননা তাদের লক্ষ্য দুর্নীতি করা।

বুধবার (২২ মে) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মহাসচিব বলেন, ‘‘আওয়ামী লীগ তাদের নিজ দলের এমপি ভারতে নিখোঁজ হলো, তার কোনো খোঁজখবর দিতে পারল না। তাদের লক্ষ্য দুর্নীতি করা। ওটাও এমন কোনো ঘটনা কিনা জানি না।’’

এ সময় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটি লজ্জার, সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করায় এ নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের কারণে ভরসা ও আস্থার প্রতিষ্ঠান সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।

তিনি আরও বলেন, ‘‘২০২২ সালের ডিসেম্বরে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় শিক্ষা নেয়নি সরকার। বরং একজনকে আইজিপি বানানো হয়েছে। তাদের ক্ষমতায় টিকে থাকা চূড়ান্ত করতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। এরজন্য দায়ী সরকার। তাদের সরিয়ে দেয়া ছাড়া আর কোনো উপাই নাই।’’

তিনি এও বলেন, ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করছে, যেখানে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন।

এদিকে মঙ্গলবারও সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেছিলেন, ‌‘নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি, তাহলে কেউ এসে ঘর গুছিয়ে দিবে না। সাবেক সেনাপ্রধান আজিজের ওপর নিষেধাজ্ঞাকে বলা যায় বিভ্রান্ত করার নিষেধাজ্ঞা। র‌্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল তাতে তাদের (ক্ষমতাসীনদের) ভয়ংকর যাত্রা বন্ধ হয়েছে? তা হয়নি। তাই নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। নিজেদেরকেই দাবি আদায় করতে হবে। শক্তি অর্জন করতে হবে।’

উল্লেখ্য: ভারতের কলকতা নগরীর নিউ টাউন থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।