ইসরাইলের সঙ্গে নতুন করে আলোচনা প্রত্যাখ্যান করলো হামাস

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ইসরায়েলের সঙ্গে নতুনভাবে সমঝোতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কর্মকর্তা ওসামা হামদান। খুব দ্রুতই ইসরায়লকে গাজা ছাড়তে হবে হুশিয়ারি দেন তিনি।

শনিবার (২৫ মে) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে হামাসের শীর্ষ এ নেতা এসব কথা জানান। এসময় তিনি বলেন, ‘অতিসত্তর ইসরায়েল বাহিনীকে গাজা ছাড়তে এবং সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।’ ওসামা হামদান আরও বলেন, ‘‘আমাদের নতুন করে আলোচনায় প্রয়োজন নেই।

কারণ আগেই আমরা ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি। সুতরাং নতুন প্রস্তাব দিলেই যে ইসরায়েল তা মেনে নিবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি তারা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গভীরভাবে আগ্রহী না হয়ে তা হলে এর অর্থ তাদেরকে আর বেশি সময় ধরে গাজায় হামলার সুযোগ করে দেয়া।’ প্রসঙ্গত, চলতি মাসে কাতার এবং মিশরের মধ্যস্থতায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলেও ইসরায়েল সেই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করেছে।

এদিকে শনিবার ইসরায়েলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি নতুনভাবে আলোচনার জন্য বিবেচনা করা হচ্ছে। এতে জিম্মিদের মুক্তির কথা বলা হবে।

সংবাদটি শেয়ার করুন...

  • ইসরাইল
  • যুদ্ধবিরতি
  • হামাস