যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে অনুমতি দিলেন বাইডেন

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এ কাজে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করতে পারবে কিয়েভ। তবে ইউক্রেন শুধুমাত্র খারকিভ অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে এই হামলা চালাতে পারবে। খবর বিবিসি এদিকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালালে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি আগেই দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানায়, ইউক্রেন যেন ‘পাল্টা-হামলার উদ্দেশ্যে’ মার্কিন অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য তার দলকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বুধবার মলদোভা সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ ভূখণ্ডে হামলা না করার বিষয়ে মার্কিন নীতিতে এই পরিবর্তনের ইঙ্গিত দেন। সেদিন তিনি বলেন, ‘প্রতিটি পদক্ষেপে, আমরা প্রয়োজন অনুসারে মানিয়ে নিয়েছি এবং সামঞ্জস্য করেছি এবং এভাবেই আমরা সামনে এগিয়ে যাবো।’

যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে অনুমতি দিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে অনুমতি দিলেন বাইডেন X জো বাইডেন, ছবি: রয়টার্স ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এ কাজে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করতে পারবে কিয়েভ। তবে ইউক্রেন শুধুমাত্র খারকিভ অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে এই হামলা চালাতে পারবে। খবর বিবিসি

এদিকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালালে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি আগেই দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানায়, ইউক্রেন যেন ‘পাল্টা-হামলার উদ্দেশ্যে’ মার্কিন অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য তার দলকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বুধবার মলদোভা সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ ভূখণ্ডে হামলা না করার বিষয়ে মার্কিন নীতিতে এই পরিবর্তনের ইঙ্গিত দেন।

সেদিন তিনি বলেন, ‘প্রতিটি পদক্ষেপে, আমরা প্রয়োজন অনুসারে মানিয়ে নিয়েছি এবং সামঞ্জস্য করেছি এবং এভাবেই আমরা সামনে এগিয়ে যাবো।’ আরও পড়ুন: হাসপাতালের সামনে পাবলিক বাসে গর্ভবতী নারীর সন্তান প্রসব, অতঃপর… গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলার পর নিউইয়র্কে চাকরি হারালেন মুসলিম নার্স ইউক্রেন যাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার করতে পারে সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল সামরিক জোট ন্যাটো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, রাশিয়ায় মার্কিন অস্ত্র দিয়ে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি। আর এর মধ্যেই বাইডেনের এই অনুমতি দেয়ার খবর সামনে এল।

সংবাদটি শেয়ার করুন...

  • ইউক্রেন
  • জো বাইডেন
  • যুক্তরাষ্ট্রের অস্ত্র
  • রাশিয়ায় হামলা