TadantaChitra.Com | logo

২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় আগুনে পুড়ল জ্বালানি তেলের দোকান

প্রকাশিত : জুন ০২, ২০২৪, ০৯:৪৮

বগুড়ায় আগুনে পুড়ল জ্বালানি তেলের দোকান

বগুড়ার শেরপুর মহাসড়কের পাশে লিমন এন্টারপ্রাইজ নামে অনুমোদনহীন এক জ্বালানি তেলের দোকান আগুনে পুড়ে গেছে। পাশাপাশি ওই ভবনের দোতালায় ও তিনতলা থাকা সোস্যাল ইসলামি ব্যাংকের একটি উপ-শাখাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১ জুন) রাত ১১টার দিকে উপজেলার ধুনট মোড়ে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মঞ্জিল হক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ভবনটির নিচতলার জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর পানি ফুরিয়ে গেলে প্রায় আধাঘণ্টা আগুন নেভানোর কাজ বন্ধ ছিল।

আর এ সময়ের মধ্যে আগুন আরও ভয়াবহ রুপ ধারণ করে। থেমে থেমে গ্যাস সিলিন্ডারগুলোর বিস্ফোরণ ঘটতে থাকে। আগুনে ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস সিলিন্ডার ও টায়ারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়। পরে পাশের এক জলাশয় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শেরপুর উপজেলার ইউএনও সুমন জিহাদী বলেন, তিন মাস আগে আগুনে ভষ্মীভূত এই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করে মহাসড়কের পাশ থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠান মালিক সরে যাওয়ার জন্য কিছু সময় প্রার্থনা করেছিলেন।

এ ঘটনায় লিমন এন্টারপ্রাইজের মালিক জিন্নাহ এবং ভবন মালিক দুলাল রহমানকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আগামী এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ধারে গড়ে ওঠা অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।