TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরীবাগে পুলিশের ওপর হামলায় ৪ হিজড়া গ্রেপ্তার

প্রকাশিত : জুন ০৩, ২০২৪, ১৩:১০

পরীবাগে পুলিশের ওপর হামলায় ৪ হিজড়া গ্রেপ্তার

রাজধানীর রমনার পরীবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ৪ হিজড়াকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে গ্রেপ্তারকৃত হিজড়ারা হলো- তানিয়া, তন্নী, কেয়া ও সাথী। গত বৃহস্পতিবার (৩০ মে) রমনা থানার এসআই মো. মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করছিল।

রাত আনুমানিক ৩টার দিকে হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিতে গেলে হিজড়ারা একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

এতে একটি ইট এসআই মোজাহিদের চোখে পড়ে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। এ ঘটনায় রমনা মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।