বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাবার সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণ দেবার জন্য তালিকা তৈরির কাজ শুরু করেছে মন্ত্রণালয় এবং বায়রা। এজেন্সিগুলোর একাংশের নেতারা এক মত বিনিময় সভায় জানান, কত কর্মী কি কারণে মালয়েশিয়া যেতে পারেনি তার একটি তালিকা তৈরি করা হবে।
এরপরই যথোপোযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া গেলে তাদের টাকা ফেরত দেয়া হবে। এসময় বায়রার সভাপতি বলেন, বাজারটি যেনো বারবার বন্ধ না হয় এবং কর্মীরা যেনো প্রতারিত না হয় সেজন্য পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করা উচিত
বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাশার আরও বলেন, আমরা কথা দিলাম, যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে। যেসব এজেন্সি তাদের দেশটিতে পাঠাতে পারেনি তাদের নামের তালিকা করা হবে। এজেন্সিকে কত টাকা দিয়েছে তারও তালিকা হবে। আমরা এজেন্সিগুলোর কাছ থেকে টাকা আদায় করে কর্মীদের দেওয়ার জন্য বায়রার পক্ষ থেকে পদক্ষেপ নেব।
‘বাগেটহাট চিতলমারী উপজেলা শ্রমিকদলের নতুন কমিটি ঘিরে আলোচনা-সমালোচনা ঝড়!’
স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ আমলে কয়েকটি মিথ্যা মামলার শিকার হওয়া......বিস্তারিত