TadantaChitra.Com | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

 সরকারী খাস জমি দখলে বাঁধা দেয়ায় পত্রিকার সম্পাদকের উপর হামলা

প্রকাশিত : জানুয়ারি ০৪, ২০১৯, ০৫:০৭

 সরকারী খাস জমি দখলে বাঁধা দেয়ায় পত্রিকার সম্পাদকের উপর হামলা

ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের সূর্য মুখী কিন্ডার গার্ডেনের পেছনে একটি খাল ছিল যা পরবতীতে পৌর পিতা ভোলার সৌন্দর্য বর্ধনের কথা চিন্তা করে ঐ খালটিকে ড্রেনে রুপ দেয় । বেশ কিছু বছর অতিবাহিত হওয়ার পরে ঐ ড্রেন ব্যবহারের অনুপোযগী হয়ে ওঠায়,ঐ ড্রেন পুনরায় সংস্কার ও বড় করে করার প্রয়োজনীয়তা অনুভব করায়,পুরাতন ড্রেন ভেঙে নতুন ড্রেনের কাজ শুরু হয়। আর এতে বিপত্তি বাজে”বাদলরাজা” গংদের, তারা নিজেদের জায়গার সীমানা বৃদির জন্য সরকারি খাস জমির ভিতর দিয়ে, ড্রেন নিমার্নের পায়তারা শুরু করে,আর এতে বাদ সাদেন ‘দৈনিক ভোলা টাইমস’প্রএিকার সম্পাদক,তাই তাকে শারীরিক ভাবে লাঞ্চনার স্বীকার হতে হয়, ” বাদল রাজা” গংদের হাতে। বাদলরাজার বাসার পাশে বড় খাল ও সামনে ছোট খালটির অনেক খাস জমি ভোগ দখলে করে আছেন ।পুনরায় ড্রেনের কাজটি শুরু হওয়ার সময় বাদল রাজা বাঁধা সৃষ্টি করেন । তখন পৌরসভার প্রধান প্রকৌসূলী আরজু সাহেব এসে সীমানা নির্ধারণ করে দেন । ২-৩ দিন অতিবাহিত হবার পর তারা ঠিকাদার কে ধমকিয়ে পূনরায় খাস জমির ভেতর দিয়ে ড্রেন নির্মানের পায় তারা শুরু করায় সম্পাদক বাঁধা প্রধান করে,আজ বুধ বার সকাল ৯.৩৯ মিনিটের সময় এতে ক্ষিপ্ত হয়ে বাদল রাজা গং সম্পাদকের মোবাইল ও টাকা ছিনিয়ে নেই । উল্লেখ যে ভোলা পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সাহে আলম সাহেবের হস্ত ক্ষেপে মোবাইল ফেরত দেয় । আমরা পৌর পিতা ও প্রশাসনের সু দৃষ্টি এবং এ বিষয়ের আসু সমাধান চাইতেছি,যাতে এসব ভুমি দস্রুরা সরকারি খাস জমি দখল নিতে না পারে,এবং এর সাজার পরিমান দেখিয়া ভবিষ্যতে কেহ আর খাস জমি দখল করার চিন্তা ও মাথায় না আনে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।